এইমাত্র
  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে
  • রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
  • সবজি-মুরগির দামে স্বস্তি, চড়া মাছের বাজার
  • সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী
  • বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫
  • পঞ্চগড়ে কোটি টাকার বীজ আলু পচে নষ্ট, দায় কার?
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান
  • নতুন বছরে ভারতগামী যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি
  • জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০
  • সৌদি আরবে একবছরে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর
  • আজ শুক্রবার, ১৯ পৌষ, ১৪৩২ | ২ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    উল্লাপাড়া আসনে সম্পদে এগিয়ে এম আকবর আলী, মামলায় শীর্ষে রফিকুল ইসলাম

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

    উল্লাপাড়া আসনে সম্পদে এগিয়ে এম আকবর আলী, মামলায় শীর্ষে রফিকুল ইসলাম

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

    সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে সম্পদ, আয়-ব্যয় ও মামলার বিস্তৃত চিত্র। বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম আকবর আলী ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁনের হলফনামায় রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য।

    হলফনামা অনুযায়ী, বিএনপি প্রার্থী এম আকবর আলী তার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ১৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ২১০ টাকা। অপরদিকে তার স্ত্রীর নামে রয়েছে ১৫ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৭৬৩ টাকা, যা আকবর আলীর সম্পদের চেয়ে ১ কোটি ২৯ লাখ ৯৭ হাজার ৫৫৩ টাকা বেশি।

    এম আকবর আলী শেয়ার থেকে লভ্যাংশ, বাড়ি ভাড়া ও ব্যাংকের এফডিআর থেকে বাৎসরিক আয় দেখিয়েছেন ৮৮ লাখ ২৩ হাজার ২২২ টাকা। তার বাৎসরিক ব্যয় ৫১ লাখ ১০ হাজার ৪ টাকা। নগদ অর্থের পরিমাণ উল্লেখ করেছেন ১ কোটি ৪৩ লাখ ৬ হাজার ১৬২ টাকা এবং তার স্ত্রীর নগদ অর্থ রয়েছে ৭৭ লাখ ৪০ হাজার ৬৯ টাকা।

    এছাড়া তার স্ত্রীর নামে ৩০০ ভরি স্বর্ণের মূল্য দেখানো হয়েছে ২২ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা।

    বিগত দুই মেয়াদে সংসদ সদস্য থাকাকালে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বিষয়ে এম আকবর আলী হলফনামায় উল্লেখ করেছেন

    শিক্ষাখাতে ৮৫ শতাংশ,যোগাযোগ খাতে ৭৫ শতাংশ,সামাজিক উন্নয়নে ৬৫ শতাংশ কাজ সম্পন্ন করেছেন। এম আকবর আলীর নামে অতীতে ১৩টি রাজনৈতিক মামলা থাকার তথ্যও উল্লেখ রয়েছে।

    অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন তার হলফনামায় মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৮২৩ টাকা। তার স্ত্রীর সম্পদের মূল্য ২৫ লাখ ২৮ হাজার ৪৪৩ টাকা।

    হলফনামা অনুযায়ী, মাওলানা রফিকুল ইসলাম খাঁনের ২ তোলা স্বর্ণের মূল্য ২০ হাজার টাকা এবং তার স্ত্রীর ৩ ভরি স্বর্ণের মূল্যও ২০ হাজার টাকা দেখানো হয়েছে। তিনি ব্যবসা ও বাড়িভাড়া থেকে বাৎসরিক আয় করেন ১৫ লাখ ১০ হাজার ৫০০ টাকা, বিপরীতে ব্যয় দেখিয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৫৫৫ টাকা।

    তার হাতে নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৮১৫ টাকা। এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা মিরপুর পল্লবী শাখায় তার নামে জমা রয়েছে ৩৬ লাখ ৩০ হাজার ২৬৪ টাকা। তার স্ত্রীর নামে একই ব্যাংকের মিরপুর শাখায় রয়েছে ৫৭ হাজার ২৮১ টাকা।

    তবে মামলার দিক থেকে এগিয়ে রয়েছেন জামায়াত প্রার্থী। মাওলানা রফিকুল ইসলাম খাঁনের নামে অতীতে ৯৩টি রাজনৈতিক মামলা থাকার তথ্য উল্লেখ করা হয়েছে তার হলফনামায়।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…