যশোর জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিনশ বছরের পুরোনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ দলিল পুড়ে গেছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে রেজিস্ট্রি অফিস এলাকার লোকজন হঠাৎ রেকর্ডরুম থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে যশোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে উপস্থিত শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন জানান, রেকর্ডরুমে ১৭৪১ থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষিত ছিল। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে পারবেন।
এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন জানান, ভবনটিতে সাধারণত তালা দেওয়া থাকে এবং একজন নৈশপ্রহরী দায়িত্বে থাকেন। তবে আগুনের সময় তাকে সেখানে পাওয়া যায়নি।
রেজিস্ট্রি অফিসের একাধিক সূত্র দাবি করেছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক। ভবনটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা কম। বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হলে প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে বলে আশা করা হচ্ছে।
যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, আগুন লাগার সময় ভবনটির গেটে তালা দেওয়া ছিল।ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভানো হয়। তিনি বলেন, ভবনের দুটি কক্ষে সংরক্ষিত পুরোনো দলিল ও কাগজপত্র আগুনে পুড়ে গেছে। তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
এসআর