এইমাত্র
  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে
  • রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
  • সবজি-মুরগির দামে স্বস্তি, চড়া মাছের বাজার
  • সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী
  • বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫
  • পঞ্চগড়ে কোটি টাকার বীজ আলু পচে নষ্ট, দায় কার?
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান
  • নতুন বছরে ভারতগামী যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি
  • জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০
  • সৌদি আরবে একবছরে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর
  • আজ শুক্রবার, ১৯ পৌষ, ১৪৩২ | ২ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হোমনায় বাক প্রতিবন্ধী কৃষকের টমেটো চারা কেটে বিনষ্ট

    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম
    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম

    হোমনায় বাক প্রতিবন্ধী কৃষকের টমেটো চারা কেটে বিনষ্ট

    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম

    কুমিল্লার হোমনা উপজেলায় রাতের আঁধারে পরিকল্পিতভাবে এক বাক প্রতিবন্ধী কৃষকের প্রায় ৫০০টি টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে কয়েক মাসের শ্রম স্বপ্ন ও বিনিয়োগ এক রাতেই হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন কৃষক গোলাম মোস্তফা। বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

    ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম মোস্তফা ও তার স্ত্রী জানান, বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে তারা দেখতে পান সারি সারি টমেটো গাছ গোড়া থেকে কেটে মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। লাভ এবং কিস্তি উঠিয়ে আমি এ জমি রোপন করেছি এখন প্রায় ৫০০টি চারা কেটে ফেলেছে।

    এ ঘটনায় আমার অনেক ক্ষতি হয়েছে। এতে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তারা দাবি করেন, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে কয়েকটি মামলার আসামি আবু কালাম এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

    এদিকে এই ঘটনায় আবু কালামের বাবা এরশাদ নিয়ে বলেন, আমার ছেলে কোন অন্যায় করে থাকলে এলাকার সালিশের মাধ্যমে বিচার করুক। আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

    এই ঘটনায় হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণসহ সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

    এ বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, এটি একটি ফৌজদারি অপরাধ। ক্ষতিগ্রস্ত কৃষক আমার কাছে অথবা থানায় লিখিত অভিযোগ দিতে পারেন। অভিযোগের ভিত্তিতে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…