ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ায় নৌ দূর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাট প্রান্তে সড়কে সিরিয়ালে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এ সময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি-র দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, “ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা ৫০মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।”
তিনি আরও বলেন, “বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৪টি ফেরি চলাচল করছে এবং এ ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।”
এসআর