এইমাত্র
  • সবুজ পাতায় স্বপ্নের ফসল, রায়পুরে পান চাষে সাফল্যের জোয়ার
  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে
  • রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
  • সবজি-মুরগির দামে স্বস্তি, চড়া মাছের বাজার
  • সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী
  • বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫
  • পঞ্চগড়ে কোটি টাকার বীজ আলু পচে নষ্ট, দায় কার?
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান
  • নতুন বছরে ভারতগামী যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি
  • জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০
  • আজ শুক্রবার, ১৯ পৌষ, ১৪৩২ | ২ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ, আহত দম্পতিসহ ১৭

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

    দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ, আহত দম্পতিসহ ১৭

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

    দিনাজপুরের খানসামা উপজেলা ও দিনাজপুর সদরের নতুন ভুষিবন্দর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশু নিহত হয়েছেন। এসব ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতিসহ অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আদিবাসী পাড়া (মুসার পাড়া) এলাকায় চৌরঙ্গী–নীলফামারীগামী পাকা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ছাত্তার ওরফে দিলীপ (৬০) গুরুতর আহত হন। পরে নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নীলফামারী সদর থানার পুরাতন গরুর হাট (ছেকামাছার হাট) এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌরঙ্গী দিক থেকে দাওয়াত খেয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলচালক মো. সাদ্দাম হোসেন (৩২) ওই বৃদ্ধকে ধাক্কা দেন। এতে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী মোছা. মৌসুমী বেগম (২৬) গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    অন্যদিকে, একই রাতে দিনাজপুরের দশমাইল হাইওয়ে মহাসড়কের নতুন ভুষিবন্দর তেল পাম্পের সামনে পঞ্চগড় থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে তিন বছরের শিশু তাইফ নিহত হয়। সে বিরল উপজেলার নিজামপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে থাকা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক শিশু তাইফকে মৃত ঘোষণা করেন।

    দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, দুর্ঘটনায় একজন শিশু নিহত হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া গেলেও এর আরোহীকে এখনো শনাক্ত করা যায়নি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…