হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ সহ তার আশপাশ এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। কমে গেছে আদ্রতা। শীত থেকে বাচতে হলে গরম কাপড় ছাড়া কোন উপায় নেই। উপায় খুজতে গিয়ে লোকজন স্থানীয় বাজারগুলোর গরমের কাপড় দোকানে ভীড় করতে দেখা গেছে।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট, মাধবপুর, বাহুবল, নবীগঞ্জ উপজেলায় রয়েছে পাহাড়ী অঞ্চল। পাহাড়ী অঞ্চলে শীতের তীব্রতা আরো বেশী। হবিগঞ্জ, লাখাই, আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলায় পাহাড়ী অঞ্চলের শীতের তীব্রতার চেয়ে কিছুটা কম। তারপরও লোকজন শীত থেকে রেহাই পেতে ফুটপাত থেকে শুরু করে মার্কেটের দোকানগুলোতে গরম কাপড় ক্রয় করে শীত নিবারণ করতে দেখা গেছে। বস্তি এলাকার লোকজনের জন্য শীত নিয়ে এসেছে দুর্ভোগ।
দুর্ভোগে পড়া বস্তি ও ঘন বসতি এলাকার লোকেরা টাকার অভাবে গরম কাপড় ক্রয় করে শীত নিবারণ করতে পারছেন না। তারা শীত থেকে বাচতে সরকারের কাছে গরম কাপড় সাহায্য চেয়েছে। বস্তি এলাকার বাসিন্দা কেরামত আলী জানান শীত পড়েছে। শীত থেকে বাচার গরম কাপড় নেই। বস্তি এলাকায় শীত আসামাত্র লোকজনের দুর্ভোগ চরম আকার ধারণ করে। তাদের কোন ব্যক্তি শীত বস্ত্র দিয়ে সাহায্য করছেন না।
কাপড় ক্রয় করতে আসা রহমত আলী মিয়া জানান ‘‘ভাইরে শীত খুব বেশী পড়ছে, শীত থেকে বাচতে কিনতাম আইছি গরম কাপড়’’। এমনভাবে আলাপ হয় রোকসানা বেগমের সাথে।
তিনি জানান শীতের তীব্রতা বাড়ায় ছেলে মেয়ে ও নিজের জন্য গরম জামা ক্রয় করতে এসেছেন। তাদের মত অনেকেই গরম কাপড় ক্রয় করতে পারলেও দরিদ্র লোকদের গরম কাপড় ক্রয় করার ক্ষমতা নেই।
এসআর