সদরের ফুরোমোন পাহাড়ের চূড়ায় গতকাল পর্যটকদের হেনস্তার প্রতিবাদে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ব্যানারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর কাঁঠালতলী মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বনরূপা পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে পর্যটক আসার যে সুবিধা সেটা সব সম্প্রদায়ের লোকেরা ভোগ করছে। কিন্তু কিছু পাহাড়ি দুষ্কৃতিকারী জনপ্রিয় স্পটগুলোকে তে পর্যটকদের হেনস্তা করছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, পর্যটন স্পট গুলোর আশেপাশে স্থায়ী না হলেও অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হোক। আমরা চাই পর্যটকদের আতিথেয়তা দিতে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে।
বক্তারা আরোও অভিযোগ করে বলেন, অতীতেও এই ধরনের পর্যটক হেনস্তা, অপমান,অপদস্থের ঘটনা ঘটেছে কিন্তু প্রশাসন ছিল নির্বিকার। আমরা প্রশাসনকে বলে দিতে চাই আপনারা এই ঘটনাগুলো প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করুন, ঘটনা ঘটে যাওয়ার পর আপনাদের তৎপরতা কোন কাজে আসে না।
উল্লেখ্য, গতকাল রাঙ্গামাটির ফুরোমোন পাহাড়ের চূড়ায় স্থানীয় যুব সমাজের নামে একদল সন্ত্রাসী কর্তৃক পর্যটকদের হেনস্থা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র সমালোচনা।
এসআর