বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা শহরের আশেকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগা মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ওলামায়ে কেরাম, মুসল্লি ও সাধারণ মানুষও অংশ নিয়ে মরহুমা খালেদা জিয়ার রুহের জন্য বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসআর