আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (০২ জানুয়ারি) সকালে মাগুরা নতুন বাজার এলাকার নিজনান্দুয়ালী নিতাই গৌরপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
প্রেস সচিব বলেন, সারাদেশে বিপুল সমারোহে ভালো একটা নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম শহরে সবর্ত্রই প্রচারণা করছেন। তবে আওয়ামী লীগ নিজেরা নিজেদের ডিসকোয়ালিফাই করেছে।
তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই। কিন্ত আওয়ামী লীগ এখনও ভুল স্বীকার করেনি।
শফিকুল আলম বলেন, একটা দল যদি হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ, ছাত্রদের ওপর হামলা করে তখন তারা রাজনীতি করতে পারে না। তাদেরকে কেউ রাজনীতি করার সুযোগ দেবে না। আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না।
এমআর-২