ভোলার মেঘনা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় প্রায় ৩০০ মণ লবণবাহী ‘এমভি দিলোয়ারা-৩’ নামের একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রলারটির মালিক।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ট্রলারটির মাঝি বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ৩০০ মণ লবণ নিয়ে তারা খুলনার উদ্দেশ্যে রওনা দেন। রাতে ঘন কুয়াশার কারণে তুলাতুলি পয়েন্টে ট্রলারটি নোঙর করে রাখা হয়। রাত আনুমানিক আড়াইটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি কার্গো জাহাজ সজোরে ধাক্কা দিলে ট্রলারটির তলা ফেটে যায় এবং সেটি ডুবে যেতে শুরু করে। পরে তিনি দ্রুত ট্রলারটি চালিয়ে তীরে নিয়ে আসেন। এ সময় ট্রলারে থাকা সাতজন আরোহী নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে ঘটনার পর শুক্রবার বিকেল থেকে ট্রলারটি উদ্ধারে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে কতদিনের মধ্যে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সংশ্লিষ্টরা।
ইলিশা নৌ-থানার পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আশিকুর রহমান জানান, ঘটনার পর তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এনআই