এইমাত্র
  • দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
  • ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল
  • নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম
  • নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০
  • কুয়েত থেকে ৪০ হাজার প্রবাসী বিতাড়িত
  • ‘দু’এক দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান পদে আসছেন তারেক রহমান’
  • মাদুরো মিশনে কতজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ভেনেজুয়েলার কর্মকর্তা
  • নিজস্ব প্রযুক্তির বিধ্বংসী অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান
  • এবার সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেন কিয়ার স্টারমার
  • ঢাকা-১২ আসেন ‘সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক রহমান
  • আজ সোমবার, ২২ পৌষ, ১৪৩২ | ৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিনাজপুর-৪ আসনে চার রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন বহাল

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

    দিনাজপুর-৪ আসনে চার রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন বহাল

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

    শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ সিদ্ধান্ত জানান।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়া, জামায়াতে ইসলামীর প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার হুসাইন, এবং জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন শাহ,

    মনোনয়ন যাচাইয়ের সময় প্রার্থীদের হলফনামা, শিক্ষাগত যোগ্যতা, ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সব শর্ত পূরণ করায় সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র বহাল রাখা হয়।

    মনোনয়ন বৈধ ঘোষণার পর নির্বাচন কার্যালয়ে প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা বলেন, নির্বাচন কমিশনের বিধি মেনে তাঁরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

    রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে দিনাজপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

    উল্লেখ্য, দিনাজপুর-৪ সংসদীয় আসনটি উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদ ও সচেতন মহল।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…