এইমাত্র
  • দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
  • ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল
  • নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম
  • নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০
  • কুয়েত থেকে ৪০ হাজার প্রবাসী বিতাড়িত
  • ‘দু’এক দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান পদে আসছেন তারেক রহমান’
  • মাদুরো মিশনে কতজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ভেনেজুয়েলার কর্মকর্তা
  • নিজস্ব প্রযুক্তির বিধ্বংসী অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান
  • এবার সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেন কিয়ার স্টারমার
  • ঢাকা-১২ আসেন ‘সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক রহমান
  • আজ সোমবার, ২২ পৌষ, ১৪৩২ | ৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুমিল্লার ১১ আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১টি

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

    কুমিল্লার ১১ আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১টি

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

    টানা দুই দিনব্যাপী যাচাই-বাছাই শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

    শনিবার ও শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। 

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এবং জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। যাচাই-বাছাই চলাকালে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র, সমর্থনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হয়।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এদিন ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

    এর আগে শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল।

    মনোনয়ন বাতিলের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি প্রার্থী বাদ পড়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে। এ আসনে জমা দেওয়া ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি বাতিল ঘোষণা করা হয়।

    জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক যাচাইয়ে কাগজপত্রে ত্রুটি থাকায় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের, কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনের ১০ জন প্রার্থীর মধ্যে ৪ জনের, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ৯ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ৮ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১০ জনের মধ্যে ১ জনের ও কুমিল্লা-৬ আসনে ১১ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৭ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ২ জনের, কুমিল্লা-৮ আসনে ১০ জনের মধ্যে ২ জন, কুমিল্লা-৯ আসনে ১৩ জনের মধ্যে ৮ জনের, কুমিল্লা-১০ আসনে ৯ জনের মধ্যে ৪ জন ও কুমিল্লা-১১ আসনে ৯ জনের মধ্যে ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

    বাতিল হওয়া প্রার্থীরা হলেন, কুমিল্লা-১ আসনের জাতীয় পার্টি সৈয়দ মো. ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান, স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ ও আবু জায়েদ আল মাহমুদ। 

    কুমিল্লা-২ আসনের ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী রমিজ উদ্দিন ও মো. মনোয়ার হোসেন। 

    কুমিল্লা-৩ আসনের জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল ও গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামান। 

    কুমিল্লা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আঃ করিম, খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন। 

    কুমিল্লা-৫ আসনের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফি ও কুমিল্লা-৬ আসনের বাসদের কামরুন নাহার সাথী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুনুর রশিদ।

    কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সজল কুমার কর। 

    কুমিল্লা-৮ আসনের জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মোঃ আলী আশ্রাফ।  

    কুমিল্লা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক ডাকসু সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী, আজিম কন্যা সামিরা আজিম দোলা, ইয়াসির মোহাম্মদ ফয়সালা আশিক, মোঃ আবুল কাশেম, জুলফে আলী, জাতীয় পার্টির মোহাম্মদ গোলাম মোস্তফা কামাল, খেলাফত মজলিসের মোঃ আব্দুল হক আমিনী, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ মাহবুবুর রহমান। 

    কুমিল্লা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া ও মোহাম্মদ মোস্তফা সাজ্জাদ হাসান। এর মধ্যে এ আসনের মো. আবদুল্লাহ আল নোমান ও রমিজ বিন আরিফের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

    এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৭৬টি মনোনয়নপত্র বৈধ এবং ৩১টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। যাদের এ সিদ্ধান্তে আপত্তি রয়েছে তারা আইন অনুযায়ী ৫ তারিখ থেকে আপিল করতে পারবেন নির্বাচন কমিশনে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…