বরগুনার দুটি সংসদীয় আসনে দাখিল করা ১৮ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ তাছলিমা আক্তার এ সব মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান। বরগুনা-২ আসনে আমজনতার দল মনোনীত প্রার্থী মোঃ আলাউদ্দিন আকাশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ সোলায়মান, স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ রাশেদ উজ জামান।
যাচাই-বাছাই শেষে বরগুনা-১ আসনে ৫ জন এবং বরগুনা-২ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং অফিসার জানান, বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান ঋণের তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে বরগুনা-২ আসনের আমজনতার দল মনোনীত প্রার্থী মোঃ আলাউদ্দিন আকাশ একাধিক মামলায় অভিযুক্ত ও দণ্ডিত হওয়ার তথ্য গোপন করেছেন। পুলিশ সূত্র জানায়, ২০০৬ সালে বরগুনার বেতাগী থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।এছাড়া এনপিপি মনোনীত প্রার্থী মোঃ সোলায়মান ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম ভোটার তালিকাভুক্ত না হওয়া, মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকা স্বতন্ত্র প্রার্থীর জন্য আবশ্যক ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থনপত্র সংযুক্ত না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোঃ রাশেদ উজ জামান যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা ও প্রয়োজনীয় তথ্য প্রদান না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
বরগুনা-১ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ অলি উল্লাহ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মুহিবুল্লাহ এবং জাতীয় পার্টি-জেপি মনোনীত প্রার্থী মোঃ জামাল হোসাইন।
বরগুনা-২ আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম মনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল লতিফ ফরাজী, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোঃ সাব্বির আহমেদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ নাজেস আফরোজ এবং বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান লিটন।
এফএস