আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে নানা মহলের হুমকি আর উদ্ভুত পরিস্থিতির কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় ফিজকে ছেড়ে দিয়েছে কেকেআর।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতিতে নতুন মাত্র যোগ হয়েছে। ‘খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ’ প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লিগ পর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি উঠেছে।
এদিকে, মুস্তাফিজকে আইপিএলে বহিস্কারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি বোর্ড সভা শেষে জনসমক্ষে কোনো মন্তব্য করেননি।
তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির কাছে ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের চারটি লিগ ম্যাচ (কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি) শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি জানাতে বলেছেন।
এদিকে বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এমন কিছু করা বলতে গেলে ‘অসম্ভব’। বিসিসিআই-এর একটি সূত্র দাবি করেছে যে, টুর্নামেন্ট শুরু হতে মাত্র এক মাস বাকি, এখন এই পরিবর্তন করা প্রায় অসম্ভব।
সূত্রটি জানায়, ‘কারো খেয়ালখুশিতে বিশ্বকাপ ম্যাচ সরানো যায় না। এটি একটি লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন, তাদের বিমান টিকিট এবং হোটেল বুক করা হয়ে গেছে। এছাড়া প্রতিদিন তিনটি করে ম্যাচ রয়েছে যার একটি শ্রীলঙ্কায়। ব্রডকাস্ট ক্রু-দের বিষয় রয়েছে। তাই এটি বলা যতটা সহজ, করা ততটা নয়।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি লিগ ম্যাচের প্রথম তিনটি খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
রাজনৈতিক কারণে গত বছর পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেল অনুযায়ী ভারত তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইতে। পূর্ব সমঝোতা অনুযায়ী ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইতিমধ্যেই তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিয়েছে।
তবে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার কারণ হিসেবে বিসিসিআই সরাসরি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেনি। তবে তারা ইঙ্গিত দিয়েছে, চারপাশের পরিস্থিতির কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরডি