ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রতি পুনরায় নিজেদের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান।
সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো এক টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর মার্কিন আঘাত এবং দেশটির বৈধ প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে অপহরণের ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ একটি স্পষ্ট উদাহরণ হিসেবে অভিহিত করেন।
আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কেবল ভেনেজুয়েলার সার্বভৌমত্বই নয়, বরং দেশটির জনগণের জাতীয় ইচ্ছার ওপর এক চরম অবমাননা। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ভেনেজুয়েলার নির্বাচিত সরকার ও সাধারণ মানুষের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেন। ইরানের এই নীতিগত অবস্থান ও সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো।
টেলিফোন আলাপে পিন্টো জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সরকার ও জনগণ যুক্তরাষ্ট্রের অবৈধ ও গুণ্ডামিমূলক নীতির মুখে তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। ওয়াশিংটনের সাম্প্রতিক এই পদক্ষেপকে কেন্দ্র করে যখন বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তখন ইরান আবারও লাতিন আমেরিকায় মার্কিন নীতিকে আন্তর্জাতিক আইন ও জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিল।
ইরান দীর্ঘদিন ধরেই দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক নীতির সমালোচনা করে আসছে এবং ভেনেজুয়েলার বর্তমান সংকটে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিল।
এমআর-২