যশোরে ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এম এম মোর্শেদ এই আদেশ দেন। এ সময় ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা ট্রেজারিতে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।
এদিকে দুপুরে শিক্ষা অফিসারকে মুক্তির দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেছে। এর আগে বুধবার রাতে দুদক কার্যালয় ঘেরাও করা হয়।
দুদকের পিপি সিরাজুল ইসলাম জানান, বুধবার নিজ কার্যালয় থেকে এক লাখ ২০ হাজার টাকাসহ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে আটক করা হয়।
দুদক যশোরের উপ পরিচালক সালাউদ্দিন ও সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এদিকে, তার আটকের প্রতিবাদে সন্ধ্যার পর দুদক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষকেরা। তারা দাবি করেন, দুদকের অভিযানের কিছু সময় আগে আশরাফুল আলম বাথরুমে গেলে সেই সুযোগে একটি পক্ষ তার টেবিলে টাকা রেখে যায়। পরবর্তীতে ‘হাতেনাতে আটক’ দেখিয়ে একটি নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন তারা। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষকেরা।
তারা জানান, একজন সৎ কর্মকর্তাকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দেয়া হচ্ছে। আমরা ভালো মানুষের পক্ষে রাস্তায় নেমেছি।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশনের ফাইল ছাড় বাবদ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম তিন মাস ধরে তাকে নানা অজুহাতে ঘোরাতে থাকেন। একপর্যায়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করা হয়। প্রথমে ৮০ হাজার টাকা গ্রহণ করেন তিনি৷ বুধবার বাকি ১লাখ ২০ হাজার টাকা গ্রহণকালে তিনি দুদকের হাতে আটক হন।
আরডি