এইমাত্র
  • মাদুরোর মতো পুতিনকেও তুলে নেয়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন ট্রাম্প
  • এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার
  • বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা
  • সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের
  • ফটিকছড়িতে বন কর্মকর্তাদের উপর হামলা, আহত ৪
  • মুসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ
  • গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • ভৈরবে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
  • কটিয়াদীতে তুচ্ছ ঘটনা নিয়ে ছেলের হাতে পিতা খুন
  • নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
  • আজ রবিবার, ২৭ পৌষ, ১৪৩২ | ১১ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তবে কি টাকার অভাবে পঙ্গু হবে নাজমুল! থেমে যাবে হাফেজ হওয়ার স্বপ্ন?

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

    তবে কি টাকার অভাবে পঙ্গু হবে নাজমুল! থেমে যাবে হাফেজ হওয়ার স্বপ্ন?

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

    তবে কি সুস্থ হয়ে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন স্বনই থেকে যাচ্ছে নাজমুলের? আজ নাজমুল আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। দুই দিন আগেও সে তার মায়ের কোলে ভর দিয়ে চললেও আজ আর সে শক্তিটুকুও নেই তার। 

    কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিশু নাজমুল (১০) দুরারোগ্য ব্যাধি (Motor Neuron Disease (MND) / ALS) তে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। নার্ভ শুকিয়ে যাওয়া ও শরীরের মাংস ক্ষয় হওয়ার কারণে ধীরে ধীরে তার কোমর থেকে পা পর্যন্ত অসাড় হয়ে যাচ্ছে।

    নাজমুলের স্বপ্ন ছিল খুব সাধারণ কিন্তু গভীর বিশ্বাসে ভরা। সে সুস্থ হয়ে কোরআনে হাফেজ হতে চায়। আল্লাহর কালাম মুখস্থ করে একজন ভালো মানুষ হয়ে সমাজের কাজে আসতে চায় সে। কিন্তু ভয়াবহ এই অসুখ তার সেই স্বপ্নকে থামিয়ে দিতে বসেছে। শিশু নাজমুল সারাদিন শুধু আল্লাহকে ডাকে আর বলে, হে আল্লাহ আমাকে নামাজ আদায় করার জন্য মসজিদে যাবার জন্য হলে পা দুটো ভাল করে দিন। কোরআর মুখস্থ করার জন্য আমাকে রহমত করুন।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নাজমুল একটি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। পরিবারের আয়ের অবস্থা এতটাই দুর্বল যে নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হয়। 

    অনেক কষ্টে রংপুরে নিয়ে গিয়ে ডাক্তার দেখালে রংপুরের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, শিশুটিকে দ্রুত ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা জরুরি। সময়মতো চিকিৎসা না হলে নাজমুল চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে।

    ডাক্তাররা বলেছে চিকিৎসার প্রাথমিক খরচ প্রায় ৮০ হাজার টাকা প্রয়োজন হবে। চিকিৎসার জন্য ‘সময়ের কন্ঠস্বরে নিউজ প্রকাশ করলে নাজমুলের মায়ের মোবাইলে সাহায্য আসে মোট ১৩৫০০ টাকা। নাজমুলের চিকিৎসার জন্য এখনও দরকার ৬৬৫০০/ টাকা।

    আর এই অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে একেবারেই সম্ভব নয়। আল্লাহ সব করার মালিক তবে নাজমুলের জীবন এখন সমাজের হৃদয়বান বিত্তবানদের দয়ার ওপর নির্ভর করছে। 

    শিশু নাজমুলকে বাঁচাতে স্থানীয় সচেতন মহল, মানবিক সংগঠন ও সমাজের হৃদয়বান বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নাজমুলের মা নাজমা বেগম। 

    নাজমুরের মা নাজমা কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলে বিছানা থেকে আর ওঠার শক্তি পাচ্ছে না। হয়তো চিকিৎসা না করতে পারলে আমাকে ফাঁকি দিয়ে চিরতরে চলে যাবে সে। দয়া করে আমার ছেলেটাকে বাঁচাতে সকলে সাহায্য করুন।

    নাজমুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে তার মা নাজমা বেগমের বিকাশ অথবা নগদ পার্সোনাল নম্বরে: 01759262343।

    ভিডিও কলে বাচ্চাটিকে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর- 01713200091

    সবশেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নাজমুলের মায়ের মোবাইলে সাহায্য এসেছে মোট ১১৮০/- টাকা।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…