ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা সেচ্ছাসেবক দল। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছাল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, তৈয়বুর রেজা, মোমিন খন্দকার ডালিম ও সদস্য সচিব শামস মতিন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির নেতা-কর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টা সফল হবে না। তার অবিলম্বে মুসাব্বির হত্যার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
ইখা