আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের ক্রিকেট শিবির বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত তারকা পেসার আলি খানসহ চার ক্রিকেটারের ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়েছে ভারত। এতে করে যুক্তরাষ্ট্রের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
পাকিস্তানে জন্ম নেওয়া আলি খান, শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিনের ভিসা আবেদন নাকচ হয়েছে বলে জানা গেছে।
ভিসা জটিলতার কারণে শুধু যুক্তরাষ্ট্র নয়, আরও কয়েকটি সহযোগী দেশও সমস্যা ভোগ করছে। পাকিস্তানি পাসপোর্টধারী বা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারত সফরের অনুমতি পেতে সমস্যা হওয়ায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইতালি ও কানাডাও এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারেনি। সংশ্লিষ্ট দলগুলোর কর্মকর্তারা আইসিসির সঙ্গে যোগাযোগ করেছেন, তবে এখনও স্থায়ী কোনো সমাধান মেলেনি।
বিশ্ব ক্রিকেটে ভিসা সংক্রান্ত জটিলতা নতুন নয়। তবে আসন্ন বিশ্বকাপের মতো বড় আসরে এমন পরিস্থিতি আইসিসি ও আয়োজকদের ওপর চাপ বাড়াচ্ছে। বিশেষ করে শেষ মুহূর্তের এই অনিশ্চয়তা সুপার ১২ ও সুপার ৮ পর্বে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে পড়েছে যুক্তরাষ্ট্র। একই গ্রুপে তাদের সঙ্গী ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে যুক্তরাষ্ট্র। এরপর ১০ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান, ১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নেদারল্যান্ডস এবং ১৫ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।
আরডি