যশোর ডিসি অফিস চত্বরে (কালেক্টরেট চত্বর) টিকটক করা ও সর্বসাধারণের ঘোরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে সেবা নিতে আসা ব্যক্তিদের প্রবেশে কোনো বাধা থাকবে না বলে জানানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, ডিসি অফিসের পুকুরের পাড় বাঁধিয়ে টাইলস লাগানো হয়েছে। এর আশপাশে রয়েছে বসার ব্যবস্থা, পুকুরে ছাড়া হয়েছে বিভিন্ন রঙিন মাছ। এসব কারণে মানুষের বিনোদনের কেন্দ্র বিন্দুতে পরিণত হয় কালেক্টরেট চত্বর।
প্রতিদিন বিকেলে বিভিন্ন এলাকার মানুষ বিনোদন করতে কালেক্টরেট চত্বরে আসে। এখানে এসে পুকুরের দাঁড়িয়ে রঙিন মাছ দেখে। কেউ আবার মোবাইলে ছবি তোলাসহ টিকটক করে। তবে নির্বাচনকে সামনে রেখে এসব কিছু নিষিদ্ধ করা হয়েছে।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা জানান, ডিসি স্যারের নির্দেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়া পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যারা সেবা নিতে আসবে, তাদের প্রবেশে কোন বাধা নেই।
আরডি