এইমাত্র
  • স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের
  • বিশ্বকাপ বয়কট করলে ‘জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’
  • শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল!
  • যশোর ডিসি অফিস চত্বরে টিকটক নিষিদ্ধ
  • চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় 'ট্যাটু সোহেল' গ্রেফতার
  • বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি
  • নিরাপত্তা শঙ্কায় ২ ম্যাচ দর্শকশূণ্য থাকবে আইপিএল
  • বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানালেন ভারতের সেনাপ্রধান
  • যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে: কাতার
  • গত সপ্তাহে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান
  • আজ মঙ্গলবার, ৩০ পৌষ, ১৪৩২ | ১৩ জানুয়ারি, ২০২৬
    খেলা

    নিরাপত্তা শঙ্কায় ২ ম্যাচ দর্শকশূণ্য থাকবে আইপিএল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

    নিরাপত্তা শঙ্কায় ২ ম্যাচ দর্শকশূণ্য থাকবে আইপিএল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

    নিরাপত্তা জনিত কারণে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দুটি ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৪ ও ১৫ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোতে গ্যালারিতে কোনো দর্শক প্রবেশ করতে পারবেন না।

    ১৫ জানুয়ারি মুম্বাইয়ে পৌরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত। নির্বাচনের আগের দিন (১৪ জানুয়ারি) এবং ভোটের দিন (১৫ জানুয়ারি) মুম্বাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। 

    এ অবস্থায় স্টেডিয়ামের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য সরবরাহ করা সম্ভব নয় বলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানায় স্থানীয় প্রশাসন। ফলে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শক ছাড়াই ম্যাচ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বোর্ড।

    নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ জানুয়ারি মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্স। পরদিন ১৫ জানুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচেই গ্যালারির সমর্থন ছাড়াই লড়তে হবে ক্রিকেটারদের।

    এদিকে ১৬ জানুয়ারির ম্যাচ নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। ওই দিনের ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, তা এখনো নিশ্চিত করেনি বিসিসিআই। তবে সতর্কতা হিসেবে ওই ম্যাচের টিকিট বিক্রি আপাতত স্থগিত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজ সংকেত পেলেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

    এর আগে গত ৯ জানুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় নারী আইপিএলের এবারের আসর।

    আরডি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…