থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে যাওয়ার পথে একটি ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৪ জানুয়ারি) সকালে ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পূর্বের নাখোঁ র্যাচাসিমা প্রদেশের সিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি থাই রাজধানী থেকে উবোন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল।
স্থানীয় পুলিশের দেওয়া তথ্যানুসারে, দ্রুতগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে চলন্ত ট্রেনটির ওপর পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় ও আগুন ধরে যায়।
রয়টার্সকে পুলিশ জানিয়েছে, ট্রেনের আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে ও উদ্ধারকাজ পুরোদমে চলছে।
এইচএ