এইমাত্র
  • কুয়াকাটায় মাটিচাপা হত্যাকাণ্ডে আপন ভাইসহ দুজন গ্রেপ্তার
  • ‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’
  • বিশ্বজুড়ে ৭৯টি কনসার্টের ঘোষণা বিটিএসের
  • এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন
  • বরিশালে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
  • প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ
  • নিজেকে নির্দোষ দাবি করলেন জিয়াউল আহসান
  • গুমের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
  • ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির নবীন সৈনিকদের জাগ্রত থাকতে হবে’
  • নড়াইলে ঐতিহ্যবাহী ‘পাগল চাঁদের মেলা’ উপলক্ষে মানুষের ঢল
  • আজ বুধবার, ১ মাঘ, ১৪৩২ | ১৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    টঙ্গীতে দুই পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৪৩

    আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
    আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

    টঙ্গীতে দুই পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৪৩

    আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

    গাজীপুরের টঙ্গীতে আমট্রানেন্ট গ্রুপের দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার সকালে ৯টার দিকে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    আক্রান্ত শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, অসুস্থ শ্রমিকদের মধ্যে বর্তমানে ৪৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

    হাসপাতালের চিকিৎসকরা জানান, আক্রান্ত শ্রমিকদের বেশিরভাগই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে অধিকাংশ শ্রমিকের অবস্থা স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

    শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমট্রানেন্ট গ্রুপের এক্সপার্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানার শ্রমিকদের নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় গত রবিবার ও সোমবার তারা কর্মবিরতি ও আন্দোলন করেন। আন্দোলন চলাকালীন সোমবার হঠাৎ কারখানার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। ওইদিন প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

    বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিলে ফের এক্সপার্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলসের শ্রমিকরা একে একে অসুস্থ হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ দ্রুত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

    ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অসুস্থতার সঠিক কারণ জানতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…