ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গাদিওলার শিষ্যরা।
এ জয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের পথ কিছুটা সুগম হলো সিটিজেনদের। কেননা দ্বিতীয় লেগে আগামী ৪ ফেব্রুয়ারি নিজেদের ঘরের মাঠে নিউক্যাসলকে আতিথেয়তা দেবে সিটি।
এদিন প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। নিউক্যাসেলের দুর্গ সেন্ট জেমস পার্কে লড়াইটা ছিল সমানে সমান। ফলে গোল শূণ্য সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।
সিটির প্রথম গোলটি আদায় করতে ৫৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। জেরোমি ডকুর বাঁদিক থেকে বাড়ানো বলে টোকা দিয়ে বল জালে পাঠান সিটির নতুন সাইনিং সেমেনয়ো। সিটিতে যোগ দিয়ে দুই ম্যাচে দুই গোল পেলেন ঘানার এই তারকা।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে চলে ম্যাচের বাকি সময়। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে নিউ ক্যাসেলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফরাসি মিডফিল্ডার রায়ান শেরকি। ফলে ২-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
এদিকে বুধবার (১৪ জানুয়ারি) রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চেলসি ও আর্সেনাল।
আরডি