ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার আপিলের ষষ্ঠ দিনের শুনানি চলছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুরু হয়েছে আপিল শুনানি। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই শুনানি।
কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর আজ ৩৮১ থেকে ৪৮০ মোট ১০০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে পঞ্চম দিনের আপিল শুনানিতে ১০০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৭৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ১৭ জনের আবেদন। স্থগিত হয়েছে ১০টি।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গত পাঁচদিনে মোট ৩৮০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৭৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিপরীতে ৮১টি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং ২৩টি শুনানি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে।
রিটার্নিং অফিসারদের মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধরা ইসিতে মোট ৬৪৫টি আপিল করেন। সেগুলো ১৮ জানুয়ারির মধ্যে শুনানি ও নিষ্পত্তি করবে কমিশন।
এইচএ