পাবনার চাটমোহরে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গরবার উপজেলার হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটলে পরে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, উপজেলার হরিপুর ইউনিয়নের আবদাল পাড়া গ্রামের মাংস বিক্রেতা আশুর ছেলে আশরাফুল ঐ দিন সকালে বাড়ির পাশের পানের বোরজের জালে আটকা পড়া একটি শিয়াল ধরে গোপনে বাড়িতে নিয়ে আসেন। পরে শিয়ালটি জবাই করে মাংশ নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে যেতে থাকেন। পথিমধ্যে এলাকার মানুষ তাকে জিজ্ঞাসা করেন তার ব্যাগে কি। এ সময় তিনি দৌড়ে পালিয়ে গিয়ে ধুলাউড়ি গ্রামে একটি জোলার ব্রিজের নিচে মাংসগুলি পুঁতে দেওয়ার চেষ্টা করেন। পরে এলাকার মানুষ তার বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন যে তিনি একটি শিয়ালের মাংশ বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনা ক্রমশ এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত আশরাফুল গা ঢাকা দেন।
এ বিষয়ে হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গত কয়েকদিন আগের। আমাদের এলাকাতেই এ ঘটনা ঘটেছে। তবে সেই ছেলেটি মাদকাসক্ত ও মানষিক রোগী। একজন সুস্থ মস্তিস্কের মানুষ জেনে বুঝে এমন ন্যাক্কারজনক কাজ করতে পারেনা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন জানান, বিষয়টি জানার পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। যে ছেলেটি এ কাজটি করেছে সে একজন মাদকাসক্ত। এখনও এই বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ইখা