ঝালকাঠির রাজাপুর উপজেলায় চলন্ত গাড়িতে দা দিয়ে কুপিয়ে এক সিগারেট ডিলারের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পুটিয়াখালী শরিফ বাড়ি ব্রিজের গোড়ায় এ ঘটনা ঘটে।
আহত ওই সিগারেট ডিলার ব্যাবসার টাকা নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ছিনতাইকারীরা তার গাড়ির গতিরোধ করে দা দিয়ে হাতে কোপ দেয়। পরে তার কাছে থাকা নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
ইখা