থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ ফুটসাল নারী ও পুরুষ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। বুধবার (১৪ জানুয়ারি) পুরুষ বিভাগে ভারতের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে নারী বিভাগে বাংলাদেশের কাছেই পাত্তাই পায়নি ভারত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইনডোর স্টেডিয়াম হুয়ামার্কে ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলার মেয়েরা। বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর অধিনায়ক সাবিনা খাতুন। দলের পক্ষে জোড়া গোল করেন তিনি।
ম্যাচের প্রথমার্ধেই সাবিনার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভারত খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা করেছে। কয়েকটি ভালো সেভ দিয়েছেন গোলরক্ষক ঝিলিক। ভারত গোল করে খেলায় ফিরতে না পারলেও বাংলাদেশ আরেকটি গোল করে। সুমাইয়া মাতসুসিমা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে লিড ৩-০ করেন।
কয়েক মিনিট পর এক গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে। ২০১৮ সালে এই থাইল্যান্ডেই এশিয়ান ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ নারী দল। সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে খেলার সুযোগ পেল।
ইখা