চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় ১২ বছর বয়সী অজ্ঞাত বালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাশেদ রানা।
পুলিশ জানায়, সকালেই স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। ঘটনা ঘটে উপজেলার জোরারগঞ্জ থানার পূর্ব রায়পুল এলাকায়।
এসআই রাশেদ রানা জানান, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে গিয়ে ছেলেটি কাটা পড়েছে। এছাড়া তিনি সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ছেলেটির বয়স কম হওয়ায় তার জাতীয় পরিচয়পত্র নেই, তাই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিবার খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইখা