অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. সালে উদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। তিনি জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী মাঠে ভোটের গাড়ি ও গণভোটের প্রচার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের উদ্যোগে অর্থনীতি খাদ্যের কিনারা থেকে স্থিতিশীলতার পথে এসেছে। ১৮ কোটি মানুষের চাহিদা ও রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে।
বিগত সরকারের সময়কার অর্থ পাচার ও দুর্নীতির প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগছে উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য দেশে এ সংকট মোকাবিলায় পাঁচ বছর লেগেছে, সেখানে বর্তমান সরকারের দেড় বছরের মধ্যেই অগ্রগতি এসেছে।অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান ও পুলিশ সুপার মোঃ রবিউল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সদর উপজেলা অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধিকরন কর্মসূচির মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসআর