এইমাত্র
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন মোট ভোটার সংখ্যা কত
  • জামায়াত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন, অভিযোগ বিএনপি প্রার্থীর
  • লক্ষ্মীপুরে সন্তানের পরিচয় সনাক্তে ৫ বছর পর কবর থেকে প্রবাসীর লাশ উত্তোলন
  • প্রায় আড়াই গুণ বাড়বে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন
  • মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিচার শুরু
  • বাংলাদেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন, আদালত বললেন ‘সময় নষ্ট’
  • মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • এবার ইউরোপে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ
  • পঁচা শামুকে পা কাটল ম্যানচেস্টার সিটির
  • বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা
  • আজ বুধবার, ৮ মাঘ, ১৪৩২ | ২১ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

    বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
    ছবি: সংগৃহীত

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দিতে পারবেন। 

    নির্বাচন কমিশন (ইসি) জানায়, কমিশনের ওয়েবসাইট বা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে।

    ইসি আরও জানায়, ভোট দেওয়ার পর আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। 

    এ বিষয়ে আজ (বুধবার) ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি বিকেল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপ দেখে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার পর হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। 

    ইসির অপর এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। একইসঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও পুরোপুরি নিশ্চিত করা হয়েছে।

    এ বিষয়ে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ নির্বাচন কমিশন ইতোমধ্যে সম্পন্ন করেছে।

    ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…