উয়েফা চ্যাম্পিয়নস লিগে বড় অঘটনের জন্ম দিলো নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমট। ঘরের মাঠে ইংলিশ জয়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে মৌসুমের প্রথম জয় তুলে নিল নরওয়ের ছোট শহরের দলটি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বোডোর ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যানসিটিকে চাপে ফেলে দেন ড্যানিশ ফরোয়ার্ড কাসপার হগ। ২২ ও ২৪ মিনিটে ব্লোমবার্গের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল দুটো করেন তিনি।
৫৫ হাজার মানুষের শহর বোডোর ১০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে খেলতে নেমে বলের দখল বেশির ভাগ সময় সিটির কাছেই ছিল।
কিন্তু এই পরিসংখ্যান যথেষ্ট ছিল না সিটিজেনদের জন্য। ল্টো দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সন্দ্রে ব্রান্সটাড ফেটের পাস থেকে গোল করে ব্যবধান ৩–০ করেন জেন্স পিটার হউগে।
৬০ মিনিটে রায়ান চের্কির গোলে ব্যবধান কমালেও ম্যাচে ফেরার আশা দ্রুতই ফিকে হয়ে যায়। পরের মিনিটেই দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার রদ্রি। ১০ জন নিয়ে খেলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন ঘটাতে পারেননি হলান্ড, ফোডেন কিংবা মারমুশরা।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে নিজেদের প্রথম সাফল্য পেল বোডো/গ্লিমট। সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে ২৬তম স্থানে। অন্যদিকে একই সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।
আরডি