এইমাত্র
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন মোট ভোটার সংখ্যা কত
  • জামায়াত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন, অভিযোগ বিএনপি প্রার্থীর
  • লক্ষ্মীপুরে সন্তানের পরিচয় সনাক্তে ৫ বছর পর কবর থেকে প্রবাসীর লাশ উত্তোলন
  • প্রায় আড়াই গুণ বাড়বে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন
  • মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিচার শুরু
  • বাংলাদেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন, আদালত বললেন ‘সময় নষ্ট’
  • মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • এবার ইউরোপে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ
  • পঁচা শামুকে পা কাটল ম্যানচেস্টার সিটির
  • বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা
  • আজ বুধবার, ৮ মাঘ, ১৪৩২ | ২১ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে প্রতীক পেলেন রুমিন ফারহানা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে প্রতীক পেলেন রুমিন ফারহানা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

    এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার কাঙ্খিত ‘হাঁস’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে ১৩ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সবমিলে ছয়টি আসনে চূড়ান্ত প্রার্থী সংখ্যা ৪৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

    কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আমি আমার ভোটার, কর্মী ও সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। তারা যখন আমাকে দেখে, ছোট-ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে— আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। তাই এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, আমার মার্কা না। আমি হাঁস পালন করতাম।

    নিজের পালন করা হাঁস চুরির কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমার হাঁসগুলো যখন চুরি হয়, আমি চোরকে ছাড়ি নাই। আমি মামলা করেছি, জেলেও ভরেছি। আমার এই হাঁস (প্রতীক) যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।

    তিনি আরও বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, ভোটাররা যা বলবেন যেভাবে চাইবেন, আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উন্নয়ন সেভাবেই করব।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…