পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ বরিশাল নগরীর কাউনিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা এবং মো. আইয়ুব আলী খানের ছেলে মো. মিরাজ খানকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। আটককৃত ব্যক্তির নাম মো. মিরাজ খান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় কাউনিয়া থানাধীন ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত কথিত ‘পোড়াবাড়ি’ এলাকার ভেতরে মো. লিটন হাওলাদারের পরিত্যক্ত একটি
এ সময় সেখানে তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মো. মিরাজ খানকে আটক করা হয়।
মঙ্গলবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর