রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে এক সার ব্যবসায়িকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল প্রায় সাড়ে ৫ টার সময় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর আওতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় যে, রহমান এন্টারপ্রাইজের মালিক স্বদেশ চন্দ্র সরকার কর্তৃক রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরবরাহে বাধা প্রদান করা হয়েছে, যা কৃষি বিপণন আইন, ২০১৮ এর পরিপন্থী।
উক্ত অপরাধের দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়। এসময় তারাগঞ্জ থানা পুলিশের সদস্যগণ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনআই