মাছ ধরার ট্রলার থেকে দুর্ঘটনাবশত সমুদ্রে পড়ে যাওয়া এক বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করে নিজ দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ২২ বছর বয়সী ওই জেলের নাম আব্দুল মান্নান। উত্তাল ও প্রচণ্ড ঠান্ডা সমুদ্রে দীর্ঘ সময় ভেসে থাকার পর তাকে জীবিত উদ্ধার করা হয়।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, চলতি মাসের ১৮ তারিখ আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় টহল দেয়ার সময় তাদের জাহাজ ‘কমলাদেবী’ সমুদ্রে ভাসতে থাকা এক ব্যক্তিকে দেখতে পায়।
দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে জাহাজে তোলা হয়। উদ্ধারের পর প্রথমে জাহাজে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরে উপকূলরক্ষী বাহিনীর বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে ওই মৎস্যজীবী নিজের নাম আব্দুল মান্নান বলে জানান।
তিনি বলেন, মাছ ধরার সময় তিনি ট্রলার থেকে পড়ে যান এবং দীর্ঘ সময় সমুদ্রে ভেসে ছিলেন। ঠিক কতক্ষণ বা কতদিন তিনি ভেসে ছিলেন, তা তিনি নিজেও নিশ্চিতভাবে বলতে পারেননি।
মান্নানের পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সামুদ্রিক চুক্তির আওতায় তাকে ফেরত দেয়ার উদ্যোগ নেয়া হয়। বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগের পর ১৯ তারিখ পরিচয় যাচাই শেষে তাকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস পদ্মার কাছে হস্তান্তর করা হয়।
এই উদ্ধার অভিযানের দুটি ছবি ভারতীয় কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দুই দেশের মানুষের কাছ থেকে প্রশংসা পাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
এবি