রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বাঁচা–মরার লড়াই। সিরিজে পিছিয়ে পড়া আজিজুল হাকিম তামিমের দল শেষ পর্যন্ত দারুণ প্রত্যাবর্তন করল তাঁর নেতৃত্বেই। অধিনায়কের সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল জিতেছে ২ উইকেটে। এতে ২-২ সমতায় সিরিজ শেষ করেছে যুবা টাইগাররা।
আফগানিস্তানের দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি। ওপেনার শাহরিয়ার আহমেদ মাত্র ৩ রান করে ফিরলে ২০ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে ইনিংস বড় করতে পারেননি কালাম সিদ্দিকি অ্যালেন (১৫), আর ৪১ রানের মধ্যেই বাংলাদেশ হারায় দুই উইকেট।
এই বিপর্যয়ের মধ্যেই দলকে সামলে নেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তাঁর সঙ্গে তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন রিজান। ইনফর্ম রিজান ২৭ রান করে আউট হলে আবারও বিপদে পড়ে দল। এরপর ১ রানে ফিরে যান আবদুল্লাহ।
পঞ্চম উইকেটে ফরিদ হাসানকে সঙ্গে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে ফেরান তামিম। ফরিদ ২৩ রানে আউট হলে কিছুক্ষণ পরেই দ্রুত আউট হন দেবাশীষ দেবা ও সামিউন বশির, তাতে আবারও চাপ বাড়ে।
তবে এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক তামিম ছিলেন অবিচল। ধীরস্থির ইনিংস খেলতে খেলতে পৌঁছে যান সেঞ্চুরিতে। ১১৮ বলে ১০০ রান করে যখন তিনি আউট হন তখন জয় থেকে বাংলাদেশ মাত্র ২ রান দূরে। এরপর নতুন ব্যাটার স্বাধীন এসে প্রথম বলেই চার মেরে নিশ্চিত করেন সিরিজ বাঁচানো জয়।
এর আগে ওসমান সাদাতের ফিফটিতে লড়াকু সংগ্রহ পায় আফগানিস্তান। দলের হয়ে এই ব্যাটার করেন ৬৮ রান। এ ছাড়া মাহবুব খানের ব্যাট থেকে এসেছে ৪০ রান। বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেন বশির।
আরডি