নিলামের পরও একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। এবার আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবিকে দলে ভিড়িয়েছে দলটি।
বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠতে যাচ্ছে ১২তম বিপিএলের। আসন্ন এ আসরের শেষ মুহূর্তে চমক হিসেবে ‘নোয়াখালী এক্সপ্রেসকে’ যুক্ত করেছে নোয়াখালী।
নিলামের আগেই সরাসরি চুক্তি করেছিল শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লসকে। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল দলটি।
এছাড়া নিলামের পর আরেক লঙ্কান আভিস্কা ফার্নান্দোকে দলেও টেনেছে নোয়াখালী। কে অবশ্য স্বল্প সময়ের জন্য দলে টানছে তারা। জাতীয় দলের ব্যস্ততায় বিপিএলের শুরুর দিকে যোগ দিতে পারবেন কুশল মেন্ডিস। তার অভাব পূরণে আভিস্কাকে দলে নেয়ার কথা দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে নোয়াখালী কর্তৃপক্ষ।
আরডি