গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্রপুরে মহিদুল ইসলাম সরদার আলস (৪৮) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মহিদুল ইসলাম সরদার আলস রামচন্দ্রপুর গ্রামের নজির সরদারের ছেলে। তিনি চা দোকানের পাশাপাশি গোপনে গাঁজার ব্যবসা করে আসছিলেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি কৃষি মাঠ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা জানায়, মহিদুল ইসলাম সরদার আলস তার দোকান থেকে রাতে ঠিক সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। এরই একপর্যায়ে বাড়ির পাশের একটি উঁচু কৃষি জমির গাছের নিচে অালসের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে মহিদুল ইসলাম সরদার আলস নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এসআর