বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে “বাকসু” নাম অনুমোদন দেয়ার প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএম কলেজ ক্যাম্পাসের বাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে “বাকসু” নাম অনুমোদনের বিরুদ্ধে আপত্তি প্রকাশ করেন।
তারা বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯২ তম সিন্ডিকেট সভায় তাদের ছাত্র সংসদের জন্য “বাকসু” নামটি আনুষ্ঠানিকভাবে পাশ করা হয়েছে। এটি শুধু অনৈতিক নয়-এটি ঐতিহাসিক সত্য বিকৃতি, অন্য প্রতিষ্ঠানের পরিচয় জবরদখল এবং প্রতিষ্ঠানের শতবর্ষের মর্যাদার প্রতি সুস্পষ্ট অসম্মান। “বাকসু” নামের বৈধ একমাত্র মালিকানা বিএম কলেজের। একই অঞ্চলের দুই শিক্ষাপ্রতিষ্ঠান একই নাম ব্যবহার করলে একাডেমিক বিভ্রান্তি, প্রশাসনিক ভুল বোঝাবুঝি, মিডিয়ায় ভুল ব্যাখ্যা এবং ইতিহাসের বিকৃতি হবে।’
এ সময় তারা তিন দফা দাবি তুলে ধরেন। বরিশাল বিশ্ববিদ্যালয় অবিলম্বে সিন্ডিকেটে অনুমোদিত “বাকসু” নামের সিদ্ধান্ত বাতিল করা, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জন্য স্বতন্ত্র নতুন নিজস্ব নাম ঘোষণা করা এবং বিএম কলেজ ছাত্র সংসদের নাম নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি বন্ধে বিশ্ববিদ্যালয় লিখিতভাবে অবস্থান জানাবে। দাবি না মানলে বিএম কলেজের শিক্ষার্থীরা ঐতিহ্য রক্ষায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানান।
ইখা