বিএনপিতে যোগ দিয়েই আগামী জাতীয় নির্বাচনের টিকিট পেয়েছেন শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হয়ে হবিগঞ্জ-১ আসনে (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা) ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে রেজা কিবরিয়ার নাম ঘোষণা করেন।
গত শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রেজা কিবরিয়া। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৮ সালের নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে হবিগঞ্জ-১ আসনে (বাহুবল-নবীনগর) ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।
এমআর-২