৪৫তম বিসিএসে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন বগুড়ার কাহালু উপজেলার মেধাবী তরুণ ফয়সাল হোসাইন। বর্তমানে তিনি ময়মনসিংহের ধলা শাখায় জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।
ফয়সাল বগুড়া জেলার কাহালু পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক ও হাফছা বেগমের একমাত্র ছেলে। বাবা-মায়ের দীর্ঘদিনের স্বপ্ন ছিল- একদিন তিনি বড় কিছু হবেন।
শিক্ষাজীবনের শুরুতে তিনি ২০১১ সালে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৩ সালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ ফলাফল নিয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৪-১৫ সেশনে ভর্তি হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে।
গত ২৬ নভেম্বর প্রকাশিত ৪৫তম বিসিএসের ফলাফলে দীর্ঘদিনের পরিশ্রমের সাফল্য ধরা দেয়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সুপারিশ পান তিনি। তার এই অর্জনে আনন্দে মেতেছেন বাবা-মা, আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকার মানুষ।
বিসিএসে সুপারিশ পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে ফয়সাল হোসাইন বলেন, “ছোটবেলা থেকেই বাবাুমা আমাকে শিক্ষার প্রতি ভালোবাসা আর পরিশ্রমের মূল্য শিখিয়েছেন। নিঃশব্দে তারা আমার স্বপ্নকে তাদের স্বপ্ন বানিয়েছেন। ছোট বোনের ক্যাডার হিসেবে আমাকে দেখার ইচ্ছা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। পাশাপাশি শিক্ষক, আত্মীয়স্বজন, বন্ধু ও রুমমেট বড় ভাইদের পরামর্শ ও সহযোগিতা আমাকে কখনও পথ হারাতে দেয়নি।”