এইমাত্র
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিবর্তন নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন
  • জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল চাচা-ভাতিজার
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    বিশ্বকাপের ড্র: কোন পটে কারা, কীভাবে নির্ধারিত হবে গ্রুপ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

    বিশ্বকাপের ড্র: কোন পটে কারা, কীভাবে নির্ধারিত হবে গ্রুপ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

    যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ২০২৬ সালের জুন মাসে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। এবারই প্রথম ৪৮টি দল অংশ নেবে এ টুর্নামেন্টে। এরই মধ্যে ৪২টি দল বিশ্বকাপের টিকিট হাতে পেয়ে গেছে। এবার কোন গ্রুপে কাদের বিপক্ষে খেলতে হবে, তা জানার অপেক্ষা।

    আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। ১১ জুন থেকে বিশ্বকাপ শুরু করতে যাওয়া ফিফা টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোকে চার পটে ভাগ করেছে। প্রতি পটের একটি দল নিয়ে চারটি দলের একটি গ্রুপ করে ১২ গ্রুপে ভাগ হবে দলগুলো।

    পট ওয়ান: স্বাগতিক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আছে পট ওয়ানে। তাদের সঙ্গে ফিফা র‌্যাঙ্কিংয়ে সেরা নয়ে থাকা দলকে প্রথম পটে জায়গা দেওয়া হয়েছে।

    দলের তালিকা: যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

    পট টু: রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলা ও কাতার বিশ্বকাপে শেষ চারে ওঠা ক্রোয়েশিয়া আছে পট টু’তে। র‌্যাঙ্কিংয়ে দশে থাকায় তারা দুই নম্বর পটে চলে গেছে। তাদের সঙ্গে ওই পটে বড় দল মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে ও সুইজারল্যান্ড।

    দলের তালিকা: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

    পট থ্রি: লম্বা বিরতি দিয়ে বিশ্বকাপে ফেরা নরওয়ে আছে পট থ্রিতে। তাদের সঙ্গে ওই গ্রুপে বড় দল মিশর, প্যারাগুয়ে।

    দলের তালিকা: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিশিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

    পট ফোর: ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০ বা এর পরে আছে। বিশ্বকাপ নিশ্চিত করেছে এমন ৩৬ দলকে তাদের র‌্যাঙ্কিংয়ের ক্রম অনুযায়ী ২ থেকে চতুর্থ পটে ভাগ করা হয়েছে। পট ফোরে র‌্যাঙ্কিং অনুযায়ী ঘানা, জর্ডান জায়গা পেয়েছে। তবে ওই গ্রুপে প্লে অফ থেকে চারটি ইউরোপের দল যোগ হবে। ইতালির মতো দল আসতে পারে প্লে অফ থেকে। গ্রুপ ফোর থেকে প্লে অফের ইউরোপিয়ান দল আর পট ওয়ান ও টু-এর দল মিলে ‘গ্রুপ অব ডেথ’ হতে পারে।

    দলের তালিকা: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, প্লে অফ ইউরোপ-১, ইউরোপ-২, ইউরোপ-৩, ইউরোপ-৪, ইন্টার কন্টিনেন্টাল-১, ইন্টার কন্টিনেন্টাল-২।

    ড্রর নিয়ম: চার পট থেকে একটি করে দল নিয়ে একটি করে গ্রুপ নির্ধারণ হবে। তবে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ও উত্তর আমেরিকার দুই দল একই গ্রুপে পড়বে না। ইউরোপের যেহেতু বেশি দল খেলবে তাই একই গ্রুপে ইউরোপের দল একে অপরের মুখোমুখি হবে।

    যেমন: পট ওয়ানের ব্রাজিল বা আর্জেন্টিনা পট টু থেকে উরুগুয়ে বা কলম্বিয়াকে পাবে না। পট থ্রি থেকে তাদের গ্রুপে প্যারাগুয়ে আসবে না। কিন্তু পট ওয়ানের ফ্রান্স পট টু থেকে ক্রোয়েশিয়া বা সুইজারল্যান্ড কিংবা পট থ্রি থেকে নরওয়ে বা স্কটল্যান্ডকে পেতে পারে।

    গ্রুপ অব ডেথ: যদি পট ওয়ানের কোন দল পট টু থেকে একটা শক্তিশালী দল যেমন ক্রোয়েশিয়া, উরুগুয়ে কিংবা মরক্কোর মতো দল পেয়ে যায় এবং পট থ্রি একটি বড় দল যেমন নরওয়ে, স্কটল্যান্ডকে পায়। অথবা ইউরোপের প্লে অফ খেলে ইতালি, ডেনমার্ক যদি মূল পর্বে আসে এবং তাদের কাউকে পায় সেটা গ্রুপ অব ডেথের তকমা পেতে পারে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…