ভারতের দিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ পৌঁছান তিনি। পালাম বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী মোদি রুশ প্রেসিডেন্ট পুতিনকে একটি ব্যক্তিগত নৈশভোজে আমন্ত্রণ জানাবেন।
শুক্রবার (০৫ ডিসেম্বর) উভয় পক্ষের আলোচনা শুরু হওয়ার আগে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। আলোচনার পর, ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট পুতিন গণমাধ্যমে একটি বিবৃতি দেবেন।
প্রসঙ্গত, ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর এটি পুতিনের প্রথম ভারত সফর।
এদিকে, পুতিনের দু’দিনের এই সফরের আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে।
নরেন্দ্র মোদির আহ্বানে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসা পুতিনের এই সফরে সামরিক, বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, রুশ পার্লামেন্টে অনুমোদন পাওয়া চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সহায়তা দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে।
এছাড়াও পুতিনের সফর শুরুর ঠিক আগেই তার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তা নির্ভর করছে ভারত কতটা এগিয়ে আসতে চায়, তার ওপরে।
এমআর-২