লক্ষ্মীপুর জেলার রায়পুরে অটোরিকশার ধাক্কায় মো: ওমর হোসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব লাচ এলাকার নিউ কলোনি রোডে, লোকমান অফিসারের বাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু ওমর হোসেন ওই এলাকার সোহাগ হোসেন ও ফাতেমা বেগমের ছেলে। স্থানীয় সূত্র জানা যায়, শিশু ওমর হোসেন বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হয় ওমর হোসেন । পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান , নতুন বাজার থেকে খেজুরতলা পর্যন্ত সড়কের বেহাল অবস্থার জন্য এই পথে যান চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা । এতে করে স্মার্ট স্কুলের পেছনের সড়কটি তুলনামূলক ভালো হওয়ায় সড়কটি দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করে এবং এর ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে অধিকহারে । এরই ধারাবাহিকতায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন ।
শিশু ওমর হোসেনের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী গাছ ফেলে সাময়িকভাবে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেন এবং দ্রুত সড়ক সংস্কার ও যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান।
এবিষয়ে রায়পুর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছেন বলে জানানো হয় ।
এনআই