এইমাত্র
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিবর্তন নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন
  • জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল চাচা-ভাতিজার
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বাঘায় বিআরটিসি বাস চালু রাখার দাবিতে দুই সংগঠনের স্মারকলিপি

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

    বাঘায় বিআরটিসি বাস চালু রাখার দাবিতে দুই সংগঠনের স্মারকলিপি

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

    চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর রুটের বিআরটিসি বাস বানেশ্বর-বাঘা হয়ে ইশ্বরদী পর্যন্ত চলাচল অব্যাহত রাখার দাবিতে বাঘা উপজেলায় দুটি সংগঠনের পক্ষ থেকে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    শিক্ষার্থী ও সাধারণ যাত্রীর সুবিধার্থে জনপ্রিয় এ রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু রাখার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা কমিটি এবং পিপলস ফোরাম ফর গুড গভর্ন্যান্স (পিএফজি) বাঘা উপজেলা কমিটি।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ শরিয়তপুর রুট বহুদিন ধরে গুরুত্বপূর্ণ জনপদগুলোর মধ্যে সুলভ, নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সেবা দিয়ে আসছে। এই রুটে বাস চলাচল শুরু হলে শিক্ষার্থী, কর্মজীবী, স্বল্প আয়ের মানুষসহ সাধারণ যাত্রীদের ভোগান্তি কমবে এবং যাতায়াতে স্বস্তি ফিরে আসবে।

    এতে আরও বলা হয়, বাঘা–চারঘাট এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী গত ২৪ নভেম্বর সরকারি প্রজ্ঞাপনে রহনপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে চারঘাট-বাঘা হয়ে কাজিরহাট (শরিয়তপুর) পর্যন্ত বিআরটিসি বাস চালুর ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর ২৬ নভেম্বর রুটে বাস চলাচল শুরু হলেও প্রথম দিনেই শ্রমিক বাধার মুখে সার্ভিসটি বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করে বিআরটিসি বাস চলাচল নিয়মিত করার দাবি জানায় সংগঠনগুলো।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের মাধ্যমে রাজশাহী জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি জমা দেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

    এ সময় উপস্থিত ছিলেন, বাপা বাঘা উপজেলা শাখার সভাপতি ড. আব্দুস সালাম, পিএফজি বাঘা উপজেলার এম্বাসেডর সুরুজ্জামান সুরুজ, বাপার যুগ্ম সম্পাদক অপূর্ব কুমার সাহা, বাপা পৌর কমিটির সভাপতি বেনজির আহমেদ বিপ্লব, আমিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা রানু আক্তারী, পিএফজি সদস্য শাপলা খাতুন, কো-অর্ডিনেটর উত্তম কুমার পাল, সহকারী অধ্যাপক নীরেন্দ্রনাথ সরকার, আব্দুল হামিদ মিয়া, শরিফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

    স্মারকলিপির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়, রাজশাহী বিভাগীয় কমিশনার, ডিআইজি রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার রাজশাহী, বাঘা উপজেলা নির্বাহী অফিসার, বাঘা থানা ওসি, বিআরটিসি পাবনা এবং রাজশাহী বেসরকারি বাস মালিক সমিতির নিকট।

    সংগঠনগুলোর দাবি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রুটে বিআরটিসি বাস চলাচল নিশ্চিত করা হোক।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…