রাজবাড়ীর গোয়ালন্দে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আনুমানিক বেলা ১১টার দিকে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক (থানা রোড) হনুমান মন্দিরের সামনে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ পৌরসভার কৃষনতলা এলাকার মৃত জত্তর খানের ছেলে সবুজ খান (৩০), দেওয়ানপাড়া এলাকার লালমিয়া শেখের ছেলে ফরিদ শেখ (৪০), উপজেলার ছোট ভাকলা এলাকার খোরশেদ আলী শেখের ছেলে ওয়াহিদ শেখ (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, শীতবস্ত্র ব্যবসায়ী মো: গিয়াস উদ্দিন (৩৮) রাজবাড়ী জেলার ইন্দ্র নারায়ণ পুর গ্রামের মোঃ আলী শেখের ছেলে। সে বিভিন্ন হাটে পুরাতন শীতবস্ত্র বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের ন্যায় গোয়ালন্দ বাজার প্রধান সড়ক (থানা রোড) হনুমান মন্দিরের সামনে পাকা রাস্তার উপর তার ভাসমান শীত বস্ত্রের দোকান বসানোর সময় সবুজ, ফরিদ ও ওয়াহিদ নামের তিন ব্যক্তি তাকে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরবর্তীতে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা পেতে দেরি হওয়ায় তারা তাকে মারধর করে। তার পরিবারের সদস্যরা ঘটনাটি গোয়ালন্দঘাট থানায় এসে জানালে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম সংগীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।
একপর্যায়ে একই দিন সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার নগর রায়েরপাড়া এলাকার চামেলী পার্কগামী তিন রাস্তার মোড় থেকে ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে উদ্ধারসহ তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআর