ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পরে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্যাপন করছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদ্যাপন করছেন।
তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেছেন। যা সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।
বড়দিন উপলক্ষে ঢাকার বিভিন্ন দূতাবাস শুভেচ্ছা জানিয়েছে। ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত, অস্টেলিয়াসহ বিভিন্ন দেশের মিশনগুলো বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে।
এমআর-২