এইমাত্র
  • ভারতীয়দের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলসহ ৪ দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ
  • ‘ভারত যদি হাত না মেলাতে চায়, তাহলে আমাদেরও ইচ্ছা নেই’
  • ভোলায় অস্ত্র ও জাল নোটসহ আটক ১
  • ভবদহে জলাবদ্ধতা নিরসনে চলছে নদী পুনঃখনন
  • ফাহিমের ফাইফারে বিপর্যস্ত চট্টগ্রাম
  • নতুন বছরে ১২ দিন ছুটি কমলো শিক্ষাপ্রতিষ্ঠানে
  • যশোরে বাবার মোটরচালিত ভ্যানে প্রাণ গেল শিশুর
  • গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা দেম্বেলে, মধ্যপ্রাচ্যের সেরা রোনালদো
  • নিকলীতে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা
  • নেত্রকোনায় শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ২৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলার আকাশে দেখা নেই সূর্যের, প্রচন্ড শীতে জুবুথুবু অবস্থা 

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

    ভোলার আকাশে দেখা নেই সূর্যের, প্রচন্ড শীতে জুবুথুবু অবস্থা 

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

    গেল দু'দিন ধরে ভোলার আকাশে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড শীতে জুবুথুবু অবস্থায় পড়েছে নিম্নআয়ের মানুষ, শিশু ও বয়স্করা।

    সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি দ্বীপজেলা ভোলায়। এতে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে।

    ভোলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২ টা পযন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় জেলায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও দুই দিন ধরে সূর্যের দেখা নেই। এবং ঘন কুয়াশায় আছন্ন হয়ে আছে ভোলা।

    স্বেচ্ছাসেবী সংগঠন থেকে কম্বল নিতে আসা দিনমজুর মালেক মিয়া বলেন, প্রচন্ড শীতে আমরা খারাপ অবস্থার মধ্যে পড়েছি। কাজে যেতে পারছি না। এতে আমাদের কষ্ট আরো বেড়ে গেছে। এখন একটা সংস্থা থেকে কম্বল নিতে আসলাম। কম্বল খানা পেলে কিছুটা হলেও আমাদের কষ্ট লাগব হবে।

    মফিজ মিয়া ও হারেজ মিয়া বলেন, এতো শীত এরআগে কখনো দেখেননি। মোটা কাপড় পড়েও শীত নিবারন হচ্ছে না। শীতের তীব্রতায় দুই দিন ধরে কাজে যেতে পারছেন না। কাজে গেলেও স্বাভাবিক ভাবে কাজ করা যাচ্ছে না।

    এদিকে শীত থেকে বাঁচতে ভোর থেকেই সড়কের পাশে, দোকানের সামনে ও খোলা জায়গায় আগুন জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা যাচ্ছে শ্রমজীবী মানুষ, দিনমজুর ও পথচারীদের। অনেকেই কাজের খোঁজে বের হতে পারছেন না, আবার বের হলেও ঠান্ডার কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

    সবচেয়ে বেশি কষ্টে রয়েছে ছিন্নমূল ও অসহায় মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেককে মানবতার জীবনযাপন করছেন। এছাড়াও কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পরেছেন এসব নিম্ন আয়ের মানুষরা।

    এছাড়াও শীত বাড়ার সঙ্গে সঙ্গে ভোলা শহরের গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে মানুষের ভিড়। কম্বল, সোয়েটার, জ্যাকেট ও শীতের পোশাক কিনতে সকাল থেকেই দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। পাশাপাশি পুরাতন কাপড়ের মার্কেট গুলো সরগরম রয়েছে।

    ভোলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান সময়ের কন্ঠস্বরকে জানান, গেল দুই দিন ধরে ভোলার আকাশে সূর্যের দেখা নেই। এছাড়াও গত ২৪ ঘন্টায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    তিনি আরও বলেন, ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারনে শীতের তীব্র আরো কিছুটা বাড়তে পারে। তবে, দ্রুত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…