যশোরে বাবার মোটরচালিত ভ্যানে খেলার সময় দুর্ঘটনায় ৫ বছরের শিশু রুহান হোসেনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুহান সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, রবিবার দুপুরে রবিউল মোটরচালিত ভ্যানটি বাড়িতে রেখে পাশের দোকানে যায়। তখন ভ্যানে চাবি লাগানো ছিল। এ সময় ভ্যানের ওপর খেলা করছিল শিশু রুহান। অসাবধানবশত হ্যান্ডেলে কার হাত লাগলে ভ্যানটি গিয়ে পাশের গাছে ধাক্কা খায়। দুঘটনায় ভ্যান থেকে ছিটকে পড়ে যায় রুহান। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালের শিশু সার্জারী বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে রুহান মারা যায়।
চিকিৎসদের ধারণা, মাথা ও বুকে প্রচন্ড আঘাত লাগার কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এস আই) শরিফুল ইসলাম জানান, মৃত্যু নিয়ে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রুহানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইখা